রুই মাছ বহু নির্বাচনী প্রশ্ন

 দ্বিতীয় অধ্যায়

প্রাণীর পরিচিতি

প্রতীক প্রাণী : রুই মাছ




বহু নির্বাচনী প্রশ্ন

১।        রুই মাছের বর্গের নাম হলো—

            ক) Cypriniformes        খ) Clupeiformes

            গ) Siluritormes                 ঘ) Channitormes

২।         রুই মাছের আঁশের নাম কী?

            ক) সাইক্লয়েড  খ) টিনয়েড        গ) প্ল্যাকয়েড     ঘ) গ্যানয়েড

৩।        রুই মাছের দেহকাণ্ডে কয়টি পাখনা থাকে?

            ক) ২     খ) ৪

            গ) ৫     ঘ) ৭

৪।রুই মাছের কানকোর পেছনের পাখনাকে বলা হয়—

            ক) শ্রোণি পাখনা          

            খ) পৃষ্ঠীয় পাখনা          

            গ) বক্ষ পাখনা 

            ঘ) পায়ু পাখনা

৫।        বক্ষ পাখনা—

            i. সাধারণত দ্বিত্ব অবস্থায় থাকে

            ii. ১৩টি পাখনা রশ্মি থাকে

            ii. অপারকুলামের পেছনে অবস্থিত

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii             খ) i ও iii

            গ) ii ও iii          ঘ) i, ii ও iii

৬।        মাছের জোড়া পাখনা কোনটি?

            ক) পৃষ্ঠ পাখনা  

            খ) বক্ষ পাখনা

            গ) পায়ু পাখনা 

            ঘ) শ্রোণি পাখনা

৭।        কোন পাখনাটি মাছকে সাঁতার কাটতে সাহায্য করে?

            ক) পৃষ্ঠ পাখনা  

            খ) শ্রোণি পাখনা

            গ) বক্ষ পাখনা 

            ঘ) পুচ্ছ পাখনা

৮।       রুই মাছের আঁশ—

            i. চুন ও কোলাজেন তন্তু নিয়ে গঠিত

            ii. এপিডার্মাল স্তর থেকে সৃষ্ট

            iii. প্রধান প্রতিরক্ষাকারী অঙ্গ

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii              খ) i ও iii

            গ) ii ও iii         

            ঘ) র, রর ও ররর

            উদ্দীপকটি পড়ো এবং ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

            লিজা পুকুরপারে হাঁটার সময় হঠাৎ লক্ষ করল রুই মাছের পোনা পানিতে সাঁতার কাটছে।

৯।        লিজার দেখা মাটিতে কোন ধরনের আঁশ বিদ্যমান—

            ক) সাইক্লয়েড    খ) টিনয়েড গ) প্ল্যাকয়েড         ঘ) গ্যানয়েড

১০।      উদ্দীপকের ২য় মাছের আঁশের বৃদ্ধি বেশি হয়—

            i. বর্ষাকালে       ii. গ্রীষ্মকালে      iii. বসন্তকালে

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii               খ) i ও iii       গ) ii ও iii         

            ঘ) i, ii ও iii

১১।      রুই মাছের ক্ষেত্রে—

            নিচের কোনটি সঠিক?

            ক) অলিন্দ নিলয় বাল্বাস আওর্টাফুলকা

            খ) ফুলকা অলিন্দ নিলয় বাল্বাস আওর্টা

            গ) বাল্বাস আওর্টা নিলয় অলিন্দ ফুলকা

            ঘ) ফুলকা অলিন্দ বাল্বাস আওর্টা নিলয়

১২। কোনটি রুই মাছের হৃৎপিণ্ডের আবরণী?

            ক) পেরিটোনিয়াম        খ) এপিকার্ডিয়াম

            গ) মায়োকার্ডিয়াম       ঘ) পেরিকার্ডিয়াম

১৩।       শিরা হৃৎপিণ্ডের অংশগুলো হলো—

            i. সাইনাস ভেনোসাস     ii. কোনাস আর্টারিওসাস iii. বাল্বাস আর্টারিওসাস

            নিচের কোনটি সঠিক?

            ক) i ও ii              খ) i ও iii        গ) ii ও iii         

            ঘ) i, ii ও iii

১৪।      নিচের কোন গ্যাস রেটিয়া মিরাবিলিয়া কর্তৃক নিঃসৃত হয় না?

            ক) H2   খ) O2

            গ) N2   ঘ) CO2

১৫।       নিচের কোনটি রুই মাছকে অক্সিজেন গ্রহণে সাহায্য করে?

            ক) ফুলকা আর্চ              খ) ফুলকা র‌্যাকার         গ) ফুলকা আবরণী        ঘ) ফুলকা ফিলামেন্ট

১৬।     বায়ুথলি থেকে রক্ত সংগৃহীত হয় কোন শিরার সহায়তায়?

            ক) হেপাটিক পোর্টাল      খ) হেপাটিক     

            গ) কার্ডিনাল                

            ঘ) রেনাল পোর্টাল

১৭।       রুই মাছের হাইড্রোস্ট্যাটিক অঙ্গ কোনটি?

            ক) ফুলকা        

            খ) পটকা         

            গ) পুচ্ছ পাখনা              ঘ) কানকো

১৮।      রুই মাছের বায়ুথলির কাজ হলো—

            ক) পানির গভীরতা নির্ধারণ     খ) দেহে শ্বসন পরিচালনা

            গ) রক্তে হিমোগ্লোবিন সঞ্চালন

            ঘ) খাদ্য গ্রহণে সহায়তা দান

১৯।      পেলাজিক ধরনের ডিমের বৈশিষ্ট্য কোনটি?

            ক) পানির ওপর ভেসে থাকে      খ) পানির ওপরের স্তরের নিচে থাকে

            গ) পানির তলদেশে থাকে          ঘ) পানির মধ্যস্তরে থাকে

২০। নিচের কোন প্রাণীতে বহিঃনিষেক ঘটে?

            ক) ঘাসফড়িং               

            খ) রুই মাছ     

            গ) মানুষ                     

            ঘ) পাখি

২১।      কোন ঋতুতে রুই মাছ জনন পরিপক্বতা লাভ করে?

            ক) গ্রীষ্ম            খ) শরৎ

            গ) বসন্ত            ঘ) প্রজনন

২২।        ডিমের পরস্ফুিটন শুরু হওয়ার কত ঘণ্টা পরে ভ্রূণ দৃষ্টিগোচর হয়?

            ক) ৩    খ) ৮    গ) ১০   ঘ) ১৬ 

২৩। রুই মাছের ক্লিভেজ কোন ধরনের?

            ক) সেমিব্লাস্টিক                        খ) মেটাব্লাস্টিক             গ) হলোব্লাস্টিক             ঘ) মেরোব্লাস্টিক

২৪।       ৩-৮ দিন বয়স পর্যন্ত রুই পোনাকে বলে—

            ক) রেণু পোনা              

            খ) ধানী পোনা              গ) আঙ্গুরি পোনা          ঘ) সদ্য রেণু পোনা

২৫। রুই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে কোন নদী অন্যতম?

            ক) যমুনা          খ) কর্ণফুলী       গ) হালদা          ঘ) পদ্মা

 

            উত্তর : ১. ক ২. ক ৩. গ ৪. গ ৫. খ ৬. ঘ ৭. ঘ ৮. খ ৯. ক ১০. গ ১১. ক ১২. ঘ ১৩. ঘ ১৪. ক ১৫. ঘ ১৬. ক ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. খ ২১. ঘ ২২. খ ২৩. ঘ ২৪. খ ২৫. গ।

Post a Comment

0 Comments