বাংলা সহপাঠ উপন্যাস
১. মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?
[ক] অবধারিত
✅ নাটকীয়
[গ] কাব্যিক
[ঘ] স্বাভাবিক
২. ‘মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?
✅ বিশ্বাস
[খ] আনুগত্য
[গ] ভীতি
[ঘ] অনুরাগ
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
কাজিপাড়া গ্রামের কামরুল কর্মসূত্রে ঢাকায় থাকেন। তিনি চিন্তা করলেন আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানের পরিত্রাণ নেই। এ তাড়না থেকেই তিনি গ্রামে একটি সাধারণ শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিলেন। গ্রামের সবাই কামরুলের মতি-গতি সম্পর্কে দ্বিধান্বিত হলেও তাঁর দৃঢ়তার প্রতি আস্থাশীল ছিল। একই সময়ে গ্রামের মসজিদের ইমাম আবদুর রহমান মসজিদ পাকা করতে উদ্যোগ নিলেন। সবাই মসজিদে দান করার জন্য উদগ্রীব হলো। কামরুলের স্কুল করার উদ্যোগ আপাতত চাপা পড়ে গেল।
৩. উদ্দীপকের কামরুলের সঙ্গে ‘লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?
[ক] তাহের
[খ] খালেক
✅ আক্কাস
[ঘ] ধলা মিয়া
৪. উক্ত চরিত্রের মধ্যে প্রাধান্য পেয়েছে-
i. সংগ্রামী মনোভাব ও আস্থাশীলতা
ii. গ্রামের উন্নতি সাধনে আগ্রহ
iii. আধুনিক শিক্ষা বিস্তারের ইচ্ছা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
✅ i, ii ও iii
মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর
‘লালসালু' উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্নোত্তর
কবি পরিচিতি: [বোর্ড বই থেকে]
৫. সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
[ক] ১৯২০ খ্রিস্টাব্দে
✅ ১৯২২ খ্রিস্টাব্দে
[গ] ১৯২৪ খ্রিস্টাব্দে
[ঘ] ১৯২৭ খ্রিস্টাব্দে
৬. ১৯২২ খ্রিস্টাব্দের কত তারিখে সৈয়দ ওয়ালীউল্লাহ জন্মগ্রহণ করেন?
✅ ১৫ আগস্ট
[খ] ১৫ অক্টোবর
[গ] ১০ নভেম্বর
[ঘ] ১০ নভেম্বর
৭. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন শহরে জন্মগ্রহণ করেন?
[ক] খুলনা
[খ] সিলেট
✅ ষোলশহর
[ঘ] আগ্রাবাদ
৮. ষোলশহর কোথায় অবস্থিত?
[ক] ঢাকা
[খ] করাচি
[গ] লন্ডন
✅ চট্টগ্রাম
৯. সৈয়দ ওয়ালীউল্লাহর পিতা কী ছিলেন?
[ক] মুক্তিযোদ্ধা
[খ] সাংবাদিক
[গ] বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
✅ ডেপুটি ম্যাজিস্ট্রেট
১০. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম. এ পাস করেন?
[ক] ঢাকা বিশ্ববিদ্যালয়
✅ কলকাতা বিশ্ববিদ্যালয়
[গ] হার্ভাট বিশ্ববিদ্যালয়
[ঘ] রাজশাহী বিশ্ববিদ্যালয়
১১. সৈয়দ ওয়ালীউল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি লাভ করেন?
[ক] বি. এ
[খ] এস. এস. সি
✅ এম. এ
[ঘ] বি. অনার্স
১২. সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় কোন চাকরি দিয়ে?
[ক] আবলা
✅ সাংবাদিকতা
[গ] পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা
[ঘ] ডেপুটি ম্যাজিস্ট্রেট
১৩. সৈয়দ ওয়ালীউল্লাহ সাংবাদিক কর্মজীবন শুরু হয় কোথায়?
[ক] ঢাকায়
[খ] প্যারিসে
[গ] লন্ডনে
✅ বার্লিনে
১৪. সৈয়দ ওয়ালীউল্লাহ ছাত্রাবস্থাতেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার সুযোগ পাওয়ার কারণ কী?
✅ বাবার কর্মস্থল পরিবর্তন
[খ] নিজের কর্মস্থল পরিবর্তন
[গ] নিজে ভ্রমণ-বিলাসী বলে
[ঘ] পিতার ভ্রমণ বিলাস
১৫. সৈয়দ ওয়ালীউল্লাহ বিভিন্ন অঞ্চলের কীসের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেন?
[ক] ধর্ম কর্ম
✅ জীবনধারা
[গ] সাংবাদিকতা
[ঘ] ব্যবসা বাণিজ্য
১৬. সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে সেটি কোথা থেকে বের হয়?
[ক] ঢাকা
[খ] প্যারিস
[গ] লন্ডন
✅ কলকাতা
১৭. সৈয়দ ওয়ালীউল্লাহ দীর্ঘদিন কোথায় কাটান?
[ক] ঢাকায়
✅ প্যারিসে
[গ] বিলাতে
[ঘ] দুবাইয়ে
১৮. সৈয়দ ওয়ালীউল্লাহ প্যারিসে কোন বিভাগে চাকরি করেন?
✅ পররাষ্ট্র মন্ত্রণালয়ে
[খ] সংবাদপত্র অফিসে
[গ] ব্যবসায় প্রতিষ্ঠানে
[ঘ] কারখানায়
১৯. সৈয়দ ওয়ালীউল্লাহর সময়ে এদেশের পররাষ্ট্র-মন্ত্রণালয় কার অধীনে ছিল?
[ক] ইরান সরকারের
[খ] জার্মান সরকারের
✅ পাকিস্তান সরকারের
[ঘ] বৃটিশ সরকারের
২০. মুক্তিযুদ্ধ স্বাধীনতাযুদ্ধ চলাকালে সৈয়দ ওয়ালীউল্লাহ কোথায় ছিলেন?
[ক] ঢাকায়
✅ প্যারিসে
[গ] চট্টগ্রামে
[ঘ] কলকাতায়
২১. সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিস্টাব্দে মারা যান?
[ক] ১৯২০ খ্রিস্টাব্দে
[খ] ১৯২২ খ্রিস্টাব্দে
[গ] ১৯৭০ খ্রিস্টাব্দে
✅ ১৯৭১ খ্রিস্টাব্দে
২২. সৈয়দ ওয়ালীউল্লাহ কোথায় মারা যান?
[ক] ঢাকায়
✅ প্যারিসে
[গ] চট্টগ্রামে
[ঘ] কলকাতায়
২৩. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সৈয়দ ওয়ালীউল্লাহ কোন দেশের পক্ষ অবলম্বন করেন?
[ক] পাকিস্তানের
✅ বাংলাদেশের
[গ] ভারতের
[ঘ] আমেরিকার
২৪. সৈয়দ ওয়ালীউল্লাহ জীবনের কোন সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন?
✅ ছাত্রাবস্থায়
[খ] চাকরি জীবনে
[গ] মুক্তিযুদ্ধের সময়
[ঘ] মরণের অল্প আগে
২৫. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?
[ক] ১৯১৮
[খ] ১৯২০
✅ ১৯২২
[ঘ] ১৯২৪
২৬. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
[ক] ঢাকা
✅ চট্টগ্রাম
[গ] নোয়াখালীতে
[ঘ] ফেনী
২৭. সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস ছিল কোন জেলায়?
[ক] ফেনীতে
✅ নোয়াখালীতে
[গ] কুমিল্লায়
[ঘ] চট্টগ্রামে
২৮. সৈয়দ ওয়ালীউল্লাহর পিতার নাম কী?
✅ সৈয়দ আহমদ উল্লাহ
[খ] সৈয়দ আকরাম উল্লাহ
[গ] সৈয়দ সিরাজ উল্লাহ
[ঘ] সৈয়দ নবী উল্লাহ
২৯. সৈয়দ ওয়ালীউল্লাহর পিতা কী ছিলেন?
[ক] বড় ব্যবসায়ী
✅ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা
[গ] কৃষক
[ঘ] স্বনামধন্য আইনজীবী
৩০. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে আই এ পাস করেন?
[ক] ১৯৪০ সালে
✅ ১৯৪১ সালে
[গ] ১৯৪২ সালে
[ঘ] ১৯৪৩ সালে
৩১. কোন কলেজ থেকে সৈয়দ ওয়ালীউল্লাহ আই এ পাস করেন?
[ক] ঢাকা কলেজিয়েট কলেজ
✅ ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ
[গ] নটর ডেম কলেজ
[ঘ] কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
৩২. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে বিএ পাস করেন?
[ক] ১৯৪১ সালে
[খ] ১৯৪২ সালে
✅ ১৯৪৩ সালে
[ঘ] ১৯৪৫ সালে
৩৩. কোন কলেজ থেকে সৈয়দ ওয়ালীউল্লাহ বিএ পাস করেন?
[ক] জগন্নাথ কলেজ
[খ] ঢাকা কলেজ
[গ] ভিক্টোরিয়া কলেজ
✅ আনন্দমোহন কলেজ
৩৪. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ার জন্য ভর্তি হন?
✅ কলিকাতা বিশ্ববিদ্যালয়
[খ] ঢাকা বিশ্ববিদ্যালয়
[গ] রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়
[ঘ] যাদবপুর বিশ্ববিদ্যালয়
৩৫. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন ইংরেজি দৈনিকে সাব-এডিটর পদে নিযুক্ত হন?
✅ দি স্টেটস্ম্যান
[খ] দি মর্নিং সান
[গ] ইন্ডিয়া টুডে
[ঘ] মর্নিং নিউজ
৩৬. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে ঢাকা বেতার কেন্দ্রে সহকারী বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন?
✅ ১৯৪৫ সালে
[খ] ১৯৪৭ সালে
[গ] ১৯৪৯ সালে
[ঘ] ১৯৫১ সালে
৩৭. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে করাচি বেতার কেন্দ্রে যোগদান করেন?
[ক] ১৯৪৮ সালে
[খ] ১৯৪৯ সালে
✅ ১৯৫০ সালে
[ঘ] ১৯৫১ সালে
৩৮. সৈয়দ ওয়ালীউল্লাহ করাচি বেতার কেন্দ্রে কোন পদে নিযুক্ত হন?
[ক] সহকারী বার্তা সম্পাদক
✅ বার্তা সম্পাদক
[গ] সহকারী প্রযোজক
[ঘ] অনুষ্ঠান অধিকর্তা
৩৯. সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোথায় ছিল?
[ক] বার্লিন
[খ] কায়বা
[গ] জাকার্তা
✅ প্যারিস
৪০. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?
✅ ১৯৭১ সালে
[খ] ১৯৭২ সালে
[গ] ১৯৭৩ সালে
[ঘ] ১৯৭৪ সালে
৪১. সৈয়দ ওয়ালীউল্লাহ কত তারিখে মৃত্যুবরণ করেন?
[ক] ৬ অক্টোবর
[খ] ৮ অক্টোবর
✅ ১০ অক্টোবর
[ঘ] ১২ অক্টোবর
৪২. সৈয়দ ওয়ালীউল্লাহ কোথায় মারা যান?
[ক] খুলনায়
[খ] কাবুলে
[গ] লন্ডনে
✅ প্যারিসে
৪৩. ‘নয়নচারা’ সৈয়দ ওয়ালীউল্লাহর কোন ধরনের গ্রন্থ?
✅ গল্পগ্রন্থ
[খ] উপন্যাস
[গ] নাটক
[ঘ] আত্মজীবনী
৪৪. ‘দুই তীর ও অন্যান্য গল্প-গ্রন্থের লেখক কে?
[ক] আবু জাফর শামসুদ্দীন
✅ সৈয়দ ওয়ালীউল্লাহ
[গ] জহির রায়হান
[ঘ] কাজী নজরুল ইসলাম
৪৫. ‘লালসালু’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?
[ক] ১৯৪৬ সালে
[খ] ১৯৪৭ সালে
✅ ১৯৪৮ সালে
[ঘ] ১৯৫১ সালে
৪৬. ‘তরঙ্গভঙ্গ'-সৈয়দ ওয়ালীউল্লাহর কোন ধরনের গ্রন্থ?
[ক] উপন্যাস
[খ] ছোটগল্প
✅ নাটক
[ঘ] প্রবন্ধ
৪৭. E. M Forster-এর মতে কমপক্ষে কত হাজার শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত?
[ক] ৪০ হাজার
✅ ৫০ হাজার
[গ] ৬০ হাজার
[ঘ] ৮০ হাজার
৪৮. উপন্যাসের প্রধান ভিত্তি কী?
✅ প্লট
[খ] চরিত্র
[গ] সংলাপ
[ঘ] স্টাইল
৪৯. চরিত্র সৃষ্টিতে ঔপন্যাসিক মানুষের কোন দিকটিকে বেছে নেন?
[ক] প্রেম-ভালোবাসা
✅ দ্বন্দ্বময়তা
[গ] সুখকাতরতা
[ঘ] উগ্রতা
৫০. উপন্যাসে লেখকের শক্তি, স্বাতন্ত্র্য ও বিশিষ্টতার পরিচায়ক কোনটি?
✅ স্টাইল
[খ] সংলাপ
[গ] চরিত্র
[ঘ] প্লট
৫১. ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে?
[ক] ১৭৭৮ সালে
[খ] ১৭৮১ সালে
✅ ১৭৮৯ সালে
[ঘ] ১৭৯৩ সালে
৫২. উপন্যাস রচনার ক্ষেত্রে কোন শতকটি বিশেষ তাৎপর্যবহ?
[ক] আঠারো শতক
✅ উনিশ শতক
[গ] বিশ শতক
[ঘ] একুশ শতক
৫৩. ‘ওয়ার অ্যান্ড পিস'-উপন্যাসের লেখক কে?
[ক] হেনরি ফিল্ডিং
[খ] মিয়োদর দস্তয়ভস্কি
✅ লিও তলস্তয়
[ঘ] এমিল জোলার
৫৪. ফিয়োদর দস্তয়ভস্কির উপন্যাস কোনটি?
[ক] দি জারমিলনে
✅ ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট
[গ] ওয়ার অ্যান্ড পিস
[ঘ] স্কারলেট অ্যান্ড ব্ল্যাক
৫৫. ‘লালসালু' কোন ধরনের উপন্যাস?
✅ সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] ঐতিহাসিক
[ঘ] মনস্তাত্ত্বিক
৫৬. মীর মশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু' কোন ধরনের উপন্যাস?
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
✅ ঐতিহাসিক
[ঘ] মনস্তাত্ত্বিক
৫৭. আখতারুজ্জামান ইলিয়াসের ‘চিলেকোঠার সেপাই' কোন ধরনের উপন্যাস?
[ক] সামাজিক
✅ রাজনৈতিক
[গ] আঞ্চলিক
[ঘ] ঐতিহাসিক
৫৮. মাসুদ রানা সিরিজ কোন্ ধরনের উপন্যাস?
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] আÍজৈবনিক
✅ রহস্যোপন্যাস
৫৯. কোন শতকে বাংলা উপন্যাস লেখার সূচনা ঘটে?
[ক] আঠারো শতকে
✅ উনিশ শতকে
[গ] বিশ শতকে
[ঘ] একুশ শতকে
৬০. টেকচাঁদ ঠাকুরের ‘আলালের ঘরের দুলাল' প্রকাশিত হয় কত সালে?
[ক] ১৮৫৬ সালে
[খ] ১৮৫৭ সালে
✅ ১৮৫৮ সালে
[ঘ] ১৮৫৯ সালে
৬১. বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস লেখেন কে?
[ক] টেকচাঁদ ঠাকুর
✅ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[গ] রবীন্দ্রনাথ ঠাকুর
[ঘ] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬২. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?
[ক] আলালের ঘরের দুলাল
[খ] কাঁদো নদী কাঁদো
✅ দুর্গেশনন্দিনী
[ঘ] নৌকা ডুবি
৬৩. ‘দুর্গেশনন্দিনী' কত সালে প্রকাশিত হয়?
[ক] ১৮৬২ সালে
[খ] ১৮৬৩ সালে
[গ] ১৮৬৪ সালে
✅ ১৮৬৫ সালে
৬৪. বঙ্কিমচন্দ্রের পর কোন ঔপন্যাসিক বাংলা উপন্যাসের ধারায় ব্যাপক পরিবর্তন আনেন?
[ক] মাইকেল মধুসূদন দত্ত
✅ iবীন্দ্রনাথ ঠাকুর
[গ] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[ঘ] তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
৬৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনটি?
[ক] গণদেবতা
✅ পথের পাঁচালী
[গ] গোরা
[ঘ] পঞ্চগ্রাম
৬৬. ‘পুতুল নাচের ইতিকথা'-উপন্যাসের লেখক কে?
[ক] রবীন্দ্রনাথ ঠাকুর
[খ] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[গ] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
✅ মানিক বন্দ্যোপাধ্যায়
৬৭. মনস্তাত্ত্বিক উপন্যাসের মূল উদ্দেশ্য কী?
✅ চরিত্রের অন্তর্জগতের জটিল রহস্য উদঘাটন
[খ] চরিত্রের দ্বান্দি¡ক রহস্য উদঘাটন
[গ] ঘটনার মহাজাগতিক তত্ত্ব বিশ্লেষণ
[ঘ] চরিত্রের জীবন দর্শন বিশ্লেষণ
৬৮. বিশ শতকের দ্বিতীয় দশকের শেষে কোন ঔপন্যাসিক জনপ্রিয়তার তুমুল শিখরে ওঠেন?
[ক] বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
[খ] রবীন্দ্রনাথ ঠাকুর
✅ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
[ঘ] বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৬৯. কোন ক্রমিক সঠিক?
✅ বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎচন্দ্র
[খ] বঙ্কিম-টেকচাঁদ-রবীন্দ্রনাথ
[গ] টেকচাঁদ-রবীন্দ্রনাথ-বঙ্কিম
[ঘ] রবীন্দ্রনাথ-বঙ্কিম-টেকচাঁদ
৭০. “আপনারা জাহের, বেএলেম, আসপড়াহ।”-কথাটি কে বলে?
[ক] তাহের
✅ মজিদ
[গ] রহিমা
[ঘ] খালেক ব্যাপারী
৭১. বিদেশ বিভূঁইয়ে বসবাস করছিল কে?
[ক] তাহের
✅ মজিদ
[গ] আক্কাস
[ঘ] জমিলা
৭২. কী বলতে বলতে মজিদের চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে?
✅ উনি একদিন স্বপ্নে ডেকে বললেন
[খ] আমি ছিলাম গারো পাহাড়ে
[গ] সেখানে সে সুখে-শান্তিতেই ছিল
[ঘ] কিন্তু সে একদিন স্বপ্ন দেখে
৭৩. হাওয়া-শূন্য স্তব্ধতায় কী নিথর হয়ে আছে?
✅ ধানক্ষেত
[খ] আকাশ
[গ] নৌকা
[ঘ] ঢেউ
৭৪. আকাশটা বুঝি চটের মতো চিরে গেল। কখন এরূপ মনে হয়?
[ক] মেঘ না থাকলে
✅ কাক আর্তনাদ করলে
[গ] হাওয়াশূন্য হলে
[ঘ] নদীতে ঢেউ না থাকলে
৭৫. গলুইয়ে কীসের মতো একজন দাঁড়িয়ে থাকে?
[ক] মাঝির মতো
✅ মূর্তির মতো
[গ] কাকের মতো
[ঘ] প্রহরীর মতো
৭৬. গলুইয়ে দাঁড়ানো লোকটির দৃষ্টি কেমন?
✅ ধারালো
[খ] স্তব্ধ
[গ] কম্পনহীন
[ঘ] অগ্নিদৃষ্টি
৭৭. ধানের ফাঁকে ফাঁকে সে দৃষ্টি কীভাবে চলে?
[ক] সন্তর্পণে
[খ] সরাসরি
✅ এঁকেবেঁকে
[ঘ] তুলোর মতো
৭৮. গন্ধ ছড়াতে লাগল কী?
[ক] মোমবাতি
[খ] মরিচাবাতি
✅ আগরবাতি
[ঘ] কবর
৭৯. কার কথা স্মরণ করিয়ে দিলে আছে নচেৎ ভুল মনে থাকে?
✅ খোদার
[খ] জমির
[গ] ধানের
[ঘ] কবরের
৮০. মজিদের মতে খোদা কী দেনেওয়ালা?
✅ রিজিক
[খ] গুনাহ
[গ] ফসল
[ঘ] আনন্দ
৮১. এত শ্রম, এত কষ্ট, তবু তাদের কীসের ঠিকঠিকানা নেই?
[ক] রিজিকের
✅ ভাগ্যের
[গ] পাপের
[ঘ] শ্রমের
৮২. মজুরেরা ধান কাটে আর বুক ফাটিয়া কী করে?
✅ গান গায়
[খ] ভূতপূজা করে
[গ] চিৎকার করে
[ঘ] কবিগান করে
৮৩. মধুপুর গড় থেকে তিন দিনের পথ কোথায়?
[ক] কালাপাহাড়
[খ] মহব্বতনগর গ্রাম
✅ গারোপাহাড়
[ঘ] চট্টগ্রাম
৮৪. মধুপুর থেকে গারো পাহাড় কত দিনের পথ?
✅ তিন দিন
[খ] চার দিন
[গ] পাঁচ দিন
[ঘ] ছয় দিন
৮৫. মাঠের এক প্রান্তে একা দাঁড়িয়ে দাঁত খেলাল করে কে?
[ক] খালেক ব্যাপারী
[খ] রেহান আলী
✅ মজিদ
[ঘ] কালুমতি
৮৬. হাঁপানি রোগী কে?
[ক] জোয়ানমতি
[খ] সোলেমানের বাপ
✅ মজিদ
[ঘ] কালুমতি
৮৭. কোথাকার মানুষেরা অশিক্ষিত, বর্বর?
[ক] মতিগঞ্জের
✅ গারো পাহাড়ের
[গ] মহব্বতনগরের
[ঘ] মধুপুরের
৮৮. মহব্বতনগরে নবাগত লোকটি কে?
[ক] খালেক ব্যাপারী
[খ] রেহান আলী
✅ মজিদ
[ঘ] কালুমতি
৮৯. ‘লালসালু' উপন্যাসে ‘রোগা লোক, বয়সের ভারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে।'-কে?
[ক] খালেক ব্যাপারী
[খ] রেহান আলী
✅ মজিদ
[ঘ] কালুমতি
৯০. তাহের-কাদের দুই ভাই মাছ নিয়ে বাড়ি ফেরে কখন?
✅ অপরাহ্ণে
[খ] বিকেলে
[গ] রাতে
[ঘ] সকালে
৯১. মতিগঞ্জের সড়কের ওপর কে মোনাজাত করছিল?
[ক] খালেক ব্যাপারী
[খ] রেহান আলী
✅ মজিদ
[ঘ] কালুমতি
৯২. শিকারির একাগ্রতা কার চোখে?
[ক] কাদেরের
✅ তাহেরের
[গ] মজিদের
[ঘ] কালুমতির
৯৩. হঠাৎ ঈষৎ কেঁপে শক্ত হয়ে যায় কে?
[ক] মজিদ
✅ তাহের
[গ] কাদের
[ঘ] সুমন
৯৪. সামনের পানে চেয়ে থেকেই আঙুল দিয়ে ইশারা দেয় কে?
[ক] কাদের
✅ তাহের
[গ] মজিদ
[ঘ] কালুমতি
৯৫. কোন সড়কের ওপরে একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে?
✅ মতিগঞ্জ সড়ক
[খ] মহব্বতনগর সড়ক
[গ] গারো পাহাড়গামী সড়ক
[ঘ] মধুপুর সড়ক
৯৬. তাহেরের গায়ের রং কেমন?
[ক] শ্যামলা
[খ] ফর্সা
✅ কালো
[ঘ] মূর্তির মতো
৯৭. একটা কোচ কীসের মতো বেরিয়ে গেল?
[ক] ধনুকের মতো
✅ তীরের মতো
[গ] পথিকের মতো
[ঘ] বিদ্যুতের মতো
৯৮. তাহেরের কালো দেহটি কীসের মতো টান হয়ে ওঠে?
✅ ধনুকের মতো
[খ] তীরের মতো
[গ] পথিকের মতো
[ঘ] বিদ্যুতের মতো
৯৯. কাদের আর তাহের কোনটিকে সতর্ক করে দেবার ভয়ে কথা বলে না?
[ক] কাককে
[খ] হরিণকে
✅ মাছকে
[ঘ] শিকারিকে
১০০. মজিদ আপন রক্ত-মাংসের শামিল খেয়াল করে না কাকে?
✅ জমিকে
[খ] কবরকে
[গ] লালসালুকে
[ঘ] ধানকে
১০১. প্রাচীন কবর নতুন দেহ ধারণ করল কী নিয়ে?
[ক] জঙ্গল
✅ ইট-সুরকি
[গ] আগরবাতি
[ঘ] লালসালু
১০২. কে দম খিঁচে লজ্জায় মাথা নত করে রাখে?
✅ সোলেমানের বাপ
[খ] মজিদ
[গ] তাহের
[ঘ] খালেক ব্যাপারী
১০৩. জমি আর ধান চেনে কারা?
[ক] ভূতপূজারীরা
✅ গ্রামের লোকেরা
[গ] মজুররা
[ঘ] কবর ব্যবসায়ীরা
১০৪. সারিবদ্ধ হয়ে মজুররা কীসের মতো কাস্তে নিয়ে ধান কাটে?
[ক] দ্বিতীয়ার তারার মতো
✅ দ্বিতীয়ার চাঁদের মতো
[গ] ধনুকের মতো
[ঘ] তীরের মতো
১০৫. কোনটিকে দ্বিতীয়ার চাঁদের মতো বলা হয়েছে?
[ক] নৌকা
[খ] কবর
✅ কাস্তে
[ঘ] ধান
১০৬. মজিদ কোন দৃষ্টিতে ধানকাটা দেখে?
[ক] সাবধানী দৃষ্টিতে
✅ শ্যেন দৃষ্টিতে
[গ] কৌতূহলী দৃষ্টিতে
[ঘ] প্রসন্ন দৃষ্টিতে
১০৭. ‘হাসি-প্রাণ'-কাদের?
✅ মজুরদের
[খ] মজিদের
[গ] মহব্বতনগরবাসীর
[ঘ] রহীমার
১০৮. ‘সাত ছেলের বাপ’-কে?
✅ দুদু মিয়া
[খ] সোলেমান
[গ] তাহের
[ঘ] কাদের
১০৯. ‘আমি গরিব মুরুক্ষ মানুষ।’-কথাটি কে বলে?
✅ দুদু মিয়া
[খ] সোলেমান
[গ] তাহের
[ঘ] কাদের
১১০. মক্তব দিয়েছে কে?
[ক] দুদু মিয়া
✅ খালেক ব্যাপারী
[গ] মজিদ
[ঘ] তাহের
১১১. খৎনা দেওয়ার জন্য খুঁটি-বন্দি ছেলেটির অবস্থা কীরূপ?
✅ কোরবানির ছাগলের মতো
[খ] দ্বিতীয়বার চাঁদের মতো
[গ] গাধার ভঙ্গির মতো
[ঘ] জাহাজের খালাসির মতো
১১২. দিনমানক্ষণের সবুর কীসের শামিল?
[ক] কবরের
✅ ফাঁসির
[গ] অধৈর্যের
[ঘ] অধীরতার
১১৩. রেলগাড়িটিকে কীসের মতো বলা হয়েছে?
[ক] সাপের
✅ অজগরের
[গ] ধনুকের
[ঘ] তীরের
১১৪. কে ঠিক মানুষের মতোই পানি খায়?
[ক] অজগর
[খ] গাধা
✅ রেলওয়ে ইঞ্জিন
[ঘ] রুই মাছ
১১৫. বেহেস্তে স্থান নির্দিষ্ট কাদের?
[ক] মজিদের
✅ হাফেজদের
[গ] ন্যাংটা ছেলেদের
[ঘ] মৌলভীর
১১৬. মজিদ যে দেশ থেকে এসেছে সে দেশে শস্য যাও বা হয় তা জনবহুলতার তুলনায় কীরূপ?
✅ যৎসামান্য
[খ] সামান্য
[গ] যথেষ্ট
[ঘ] শস্যহীন
১১৭. বিদেশে কেতাবগুলোর অবস্থা কীরূপ বলে উল্লেখ করা হয়েছে?
[ক] বিচিত্র ধরনের
✅ পোকায় খাওয়া
[গ] সেলফে রাখা
[ঘ] আর্তনাদ করে
১১৮. মহব্বতনগর গ্রামের লোকগুলো ইদানীং কেমন হয়ে উঠেছে?
[ক] পরহেজগার
[খ] দরিদ্র
✅ অবস্থাপন্ন
[ঘ] কবর ব্যবসায়ী
১১৯. খোদার দিকে মহব্বতনগরবাসীর নজর কীরূপ?
✅ কম
[খ] বেশি
[গ] সামান্য
[ঘ] যৎসামান্য
১২০. লালসালুতে আবৃত অজ্ঞাত ব্যক্তির কবরের কোল কীসের মতো বলে উল্লেখ করা হয়েছে?
✅ মাছের পিঠের মতো
[খ] দ্বিতীয়ার চাঁদের মতো
[গ] ধনুকের মতো
[ঘ] তীরের মতো
১২১. গারো পাহাড়ের শ্রমক্লান্ত হাড় বের করা দিনের কথা স্মরণ হলে মজিদ কী করে?
[ক] আফসোস করে
[খ] গর্ব করে
✅ শিউরে ওঠে
[ঘ] মোনাজাত করে
১২২. মজিদের স্ত্রীর নাম কী?
[ক] জমিলা
✅ রহীমা
[গ] হাসুনির মা
[ঘ] আমেনা
১২৩. কে লম্বা-চওড়া ও মাংসল দেহের মানুষ?
[ক] জমিলা
✅ রহীমা
[গ] হাসুনির মা
[ঘ] আমেনা
১২৪. কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়?
[ক] জমিলা
✅ রহীমা
[গ] হাসুনির মা ঘ আমেনা
১২৫. রহীমা শীর্ণ মানুষটির পেছনে মাছের পিঠের মতো কীসের বৃহৎ ছায়া দেখে?
✅ মাজারটির
[খ] লালসালুর
[গ] ধনসম্পদের
[ঘ] ঘরবাড়ির
১২৬. “ও যখন উঠানে হাঁটে, তখন মজিদ চেয়ে দেখে।”-‘ও’ কে?
[ক] জমিলা
✅ রহীমা
[গ] হাসুনির মা
[ঘ] আমেনা
১২৭. কার রহস্যময় দিগন্ত রহীমার অন্তরে বিদ্যুতের মতো ঝিলিক দিয়ে ওঠে?
[ক] মজিদের
[খ] মাজারের
✅ খোদাতাআলার
[ঘ] মোদাচ্ছের পীরের
১২৮. মজিদ যখন দরজার পাশে বসে আছে, তখন তার হাতে কী ছিল?
[ক] লালসালু
✅ হুকা
[গ] লাঠি
[ঘ] কোরআন
১২৯. কাকে গ্রামের লোকদের অন্য সংস্করণ বলা হয়েছে?
✅ রহীমা
[খ] স্বজন
[গ] জমিরুন
[ঘ] নসিমন
১৩০. বর্ষণহীন খরার দিনে জমিতে কী হলে খোদাকে স্মরণ হয়?
[ক] শস্যশূন্য হলে
✅ ফাটল ধরলে
[গ] ধান ফললে
[ঘ] উর্বর হলে
১৩১. বর্ষণহীন খরার দিনে জমিতে ফাটল ধরলে কাকে স্মরণ হয়?
[ক] মজিদকে
[খ] কবরকে
✅ খোদাকে
[ঘ] লালসালুকে
১৩২. অসুস্থ বা মুমূর্ষু আত্মীয়-স্বজনের প্রতি মানুষের কী থাকে না?
✅ দৃষ্টিভেদ
[খ] হিংসা-বিদ্বেষ
[গ] স্নেহভার
[ঘ] অবহেলা
১৩৩. কীসের প্রতি মানুষের অবহেলা নেই?
[ক] কবর
[খ] লালসালু
✅ জমি
[ঘ] আত্মীয়-স্বজন
১৩৪. খোলা মাঠে হাড় কাঁপায় কোন মাসের শীত?
✅ অগ্রহায়ণ
[খ] পৌষ
[গ] মাঘ
[ঘ] ফাল্গুন
১৩৫. কৃষকরা স্বস্নেহে কী সাফ করে?
[ক] কবর
✅ জঞ্জাল
[গ] আগাছা
[ঘ] কচুরিপানা
১৩৬. কোন মাসের পানি সরে এলেও কচুরিপানা জড়িয়ে থাকে জমিতে?
[ক] ভাদ্র মাসের
[খ] আশ্বিন মাসের
✅ কার্তিক মাসের
[ঘ] অগ্রহায়ণ মাসের
১৩৭. কৃষকের অন্তর খাঁ খাঁ করে কীসে?
✅ মাটির তৃষ্ণায়
[খ] মাজারের প্রেমে
[গ] হিংসা-বিদ্বেষে
[ঘ] জমির উর্বতায়
১৩৮. ‘লালসালু’ গল্পে ‘মণ-কে মণ’ কীসের কথা বলা হয়েছে?
[ক] কচুরিপানা
[খ] ধান
✅ পানি
[ঘ] লালসালু
১৩৯. কোঁচবিদ্ধ হয়ে নিহত হয় কে ?
[ক] আবেদ
[খ] জাবেদ
✅ ছমিরুদ্দিন
[ঘ] তাহের
১৪০. ছমিরুদ্দিনের মৃতদেহের পানে চেয়ে কাদের মনে দানবীয় উল্লাস হতে পারে বলে ধারণা করা হয়েছে?
[ক] তাহের-কাদের
✅ আবেদ-জাবেদ
[গ] খালেক ব্যাপারী
[ঘ] দুদু মিঞা
১৪১. মজিদ কাকে বলে, “কলমা জানো মিঞা?”
[ক] সোলেমানকে
[খ] তাহেরকে
✅ দুদু মিঞাকে
[ঘ] খালেক ব্যাপারীকে
১৪২. খতম পড়াবার জন্য মজিদের কাছে মাতব্বর ছুটে আসে কখন?
✅ খরা পড়লে
[খ] খৎনার সময় হলে
[গ] ধান কাটা শুরু হলে
[ঘ] মাজারে এলে
১৪৩. মুখে লজ্জার হাসি কার?
[ক] সোলেমানের
[খ] তাহেরের
✅ দুদু মিঞার
[ঘ] খালেক ব্যাপারীর
১৪৪. ‘লালসালু' উপন্যাসে সাত ছেলের কতজন দুদু মিঞার সঙ্গে মজিদের কাছে এসেছিল?
✅ একজন
[খ] দুইজন
[গ] তিনজন
[ঘ] চারজন
১৪৫. “কলমা জানস না ব্যাটা?”-এটি কার উক্তি?
[ক] সোলেমানের
[খ] তাহেরের
[গ] দুদু মিঞার
✅ খালেক ব্যাপারীর
১৪৬. ‘লোকটির মাথায় যেন ছিট।’-কার?
[ক] সোলেমানের
[খ] তাহেরের
✅ দুদু মিঞার
[ঘ] খালেক ব্যাপারীর
১৪৭. ছেলেটির খৎনা হয়নি মজিদ তা শুনেছে কোথা থেকে?
[ক] সমর্থিত সূত্রে
✅ বিশ্বস্ত সূত্রে
[গ] স্বপ্ন সূত্রে
[ঘ] নামাজ সূত্রে
১৪৮. মজিদ ছুরি-তেনা নিয়ে কখন খৎনার জন্য ছেলেটির কাছে আসে?
✅ আসরের নামাজের পর
[খ] আসরের নামাজের আগে
[গ] জুম্মা নামাজের পর
[ঘ] জুম্মা নামাজের আগে
১৪৯. মজিদের চেষ্টায় কত সময়ের মধ্যে দু-দুটো খৎনা হয়ে গেল?
✅ আধ ঘণ্টা
[খ] তিন ঘণ্টা
[গ] দেড় ঘণ্টা
[ঘ] দুই ঘণ্টা
১৫০. মহব্বতনগর গ্রামে মজিদ কীসের শিকড় গেড়েছে?
[ক] কবরের
✅ শক্তির
[গ] খৎনার
[ঘ] মাজারের
১৫১. শক্তি শাখা-প্রশাখা মেলে সারা গ্রামকে আচ্ছন্ন করে লোকদের জীবনকে কীভাবে জড়িয়ে ধরেছে?
✅ সবলভাবে
[খ] প্রচ্ছন্নভাবে
[গ] শক্তভাবে
[ঘ] স্থায়ীভাবে
১৫২. ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছুটোছুটি করত কে?
[ক] জমিলা
✅ রহীমা
[গ] হাসুনির মা
[ঘ] আমেনা
১৫৩. অপরের দুঃখের কথা শুনে হৃদয় গলে আসে কার?
[ক] মজিদের
✅ রহীমার
[গ] মাজারের
[ঘ] লালসালুর
১৫৪. এখনো মানুষের দুঃখ-যাতনায় কে কাঁদে বলে রহীমা মনে করে?
✅ যে রুহ কবরে ঘুমিয়ে আছে
[খ] মজিদের মাজারপ্রেমী মন
[গ] রহীমার পরদুঃখকাতর হৃদয়
[ঘ] বাপ-বেটার খৎনার যন্ত্রণা
১৫৫. রহীমা কার জন্য দোয়া করে?
[ক] নিজের জন্য
[খ] স্বামীর জন্য
✅ মানবজাতির জন্য
[ঘ] মাজারের জন্য
১৫৬. পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে?
[ক] ছনুর বাপ
[খ] হাসুনির মা
✅ খেতানির মা
[ঘ] মজিদ
১৫৭. মরণরোগ্য যন্ত্রণা পাচ্ছে কে?
✅ ছনুর বাপ
[খ] হাসুনির মা
[গ] খেতানির মা
[ঘ] মজিদ
১৫৮. ক’দিন আগে বড় নদীতে ঝড়ের মুখে কয়েকজন লোক কীভাবে মারা গেছে?
[ক] সাঁতরে
✅ ডুবে
[গ] মাছ ধরতে গিয়ে
[ঘ] বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে
১৫৯. মেয়েলোকেরা রহীমার কাছে কেন আসে?
[ক] আলাপ করতে
[খ] কান্না করতে
✅ আর্জি জানাতে
[ঘ] বিলাপ করতে
১৬০. হাসুনির মা’র পেশা কী?
✅ ধান ভানা
[খ] মাছ ধরা
[গ] ধান কাটা
[ঘ] মাজার সাফ করা
১৬১. ‘হাসুনির মা’ কার বোন?
[ক] মজিদের
✅ তাহের-কাদেরের
[গ] খালেক ব্যাপারীর
[ঘ] রহীমার
১৬২. হাসুনির মায়ের আর্জি কী?
[ক] বাঁচা
[খ] রোগমুক্তি
✅ মওত
[ঘ] কল্যাণ
১৬৩. তাহের-কাদেরের কনিষ্ঠ ভাই কে?
✅ রতন
[খ] মজিদ
[গ] খালেক ব্যাপারী
[ঘ] আওয়ালপুরের পীর
১৬৪. এককালে উড়ুনি মেয়ে ছিল কে?
[ক] জমিলা
[খ] রহীমা
✅ বুড়ি
[ঘ] হাসুনির মা
১৬৫. কার হাসি আর নাচন দেখে লোক পাগল হতো?
[ক] জমিলার
[খ] রহীমার
✅ বুড়ির
[ঘ] হাসুনির মার
১৬৬. রহীমার পাশে বসে মরাকান্না জুড়ে দিল কে?
[ক] জমিলা
✅ হাসুনির মা
[গ] তাহের
[ঘ] দুদু মিঞা
১৬৭. বিচারের ক্ষেত্রে কার প্রশ্নগুলো তেমন জুতসই হচ্ছিল না বলে মজিদ মনে করে?
[ক] মজিদের
✅ খালেক ব্যাপারীর
[গ] দুদু মিঞার
[ঘ] আওয়ালপুরের পীরের
১৬৮. কুৎসা রটনা কেমন কাজ?
✅ গর্হিত কাজ
[খ] সওয়াবের কাজ
[গ] ফরজ কাজ
[ঘ] ভালো কাজ
১৬৯. মজিদের মতে মানুষের মধ্যে বিদ্যমান বড় ভয়ানক বস্তু কোনটি?
[ক] জিহবা
✅ রসনা
[গ] বিবেকবোধ
[ঘ] সাধনা
১৭০. মানুষের রসনা কার চেয়েও ভয়ঙ্কর হতে পারে?
[ক] বাঘের
[খ] কবরের
✅ বিষাক্ত সাপের
[ঘ] আগুনের
১৭১. কারা শয়তানের ফাঁদে ধরা দেয়?
✅ যারা শয়তানের চাতুরি বোঝে না
[খ] যারা কবরকে মাজার বানায়
[গ] যারা জমিতে মজুরি খাটে
[ঘ] যারা স্বামী-স্ত্রীতে কলহ করে
১৭২. প্রিয় পয়গম্বরের বাণী এলো কত হিজরিতে?
✅ পঞ্চম হিজরিতে
[খ] ষষ্ঠ হিজরিতে
[গ] সপ্তম হিজরিতে
[ঘ] অষ্টম হিজরিতে
১৭৩. লড়াই করে প্রত্যাবর্তন করার সময় কে নবীর দলচ্যুত হন?
[ক] খাদিজা
✅ আয়েশা
[গ] জমিলা
[ঘ] রহীমা
১৭৪. মানুষের কানে লাগে, প্রাণে লাগে কীসের ঝঙ্কার?
[ক] কবরের
[খ] লালসালুর
✅ কেরাতের
[ঘ] বিচারের
১৭৫. তাহেরের বাপের মতে বুড়ি বেটির দেমাক কী হয়েছে?
[ক] ভালো
✅ খারাপ
[গ] অস্থির
[ঘ] বেমানান
১৭৬. পাপের জ্বালায় এখন কে ছটফট করছে বলে মজিদ মনে করে?
[ক] মজিদ
✅ তাহেরের বাপ
[গ] খালেক ব্যাপারী
[ঘ] দুদু মিঞা
১৭৭. “ও যেন ঘোর পাপী।”-এখানে কার কথা বলা হয়েছে?
[ক] মজিদ
✅ তাহেরের বাপ
[গ] খালেক ব্যাপারী
[ঘ] দুদু মিঞা
১৭৮. বিচার সভায় সর্বসমক্ষে ঢেঙা বদমেজাজি বৃদ্ধ লোকটি কী করে?
✅ কাঁদে
[খ] মাফ চায়
[গ] রাগ করে
[ঘ] চলে যায়
১৭৯. বুড়ো বাড়ি গিয়ে কী করে?
[ক] ঘুমিয়ে যায়
✅ সটান শুয়ে পড়ে
[গ] কাঁদতে থাকে
[ঘ] রাগান্বিত হয়
১৮০. বিচার সভায় উপস্থিত জমায়েত কী জানতে পেরেছে?
✅ বুড়ো মেরুদণ্ডহীন
[খ] বুড়ো নীতিবান
[গ] বুড়ো স্ত্রৈণ
[ঘ] বুড়ো কাঁদুনে
১৮১. বুড়ো চেলাকাঠ দিয়ে বুড়ির কীরূপ মুখখানা ফাটিয়ে দিতে চায়?
[ক] সুন্দর
[খ] নির্লজ্জ
✅ আমসিদানা
[ঘ] রক্তমাখা
১৮২. বুড়োর দেহ কীসে ছেয়ে থাকে?
[ক] আলস্যে
✅ অবসাদে
[গ] অপমানে
[ঘ] আনন্দে
১৮৩. বুড়োর কীসের গর্ব ধূলিসাৎ হয়ে গেছে?
✅ পৌরুষের
[খ] মেরুদণ্ডের
[গ] মাজারের
[ঘ] অহঙ্কারের
১৮৪. ঝড়ে মহব্বতনগরের সর্বোচ্চ তালগাছটি কীসের মতো আছড়াতে থাকে?
✅ বাজপাখির মতো
[খ] বন্দি পাখির মতো
[গ] হাতির মতো
[ঘ] দ্বিতীয়ার চাঁদের মতো
১৮৫. ঝড় এলে হৈ-হৈ করার অভ্যাস কার?
✅ হাসুনির মার
[খ] বুড়ির
[গ] জমিলার
[ঘ] রহীমার
১৮৬. ঝড়ে হাসুনির মা কী খুঁজে পায় না?
[ক] ছাগল
✅ মুরগি
[গ] হাসুনিকে
[ঘ] গরুটাকে
১৮৭. বাপের ব্যথায় বুক চিনচিন করে কার?
[ক] মজিদের
[খ] রহীমার
✅ হাসুনির মার
[ঘ] খালেক ব্যাপারীর
১৮৮. দু-দিনের রোজা--ভাঙা-বুড়োর দৃষ্টি কোথায় নিবদ্ধ?
✅ কোণের অন্ধকারের দিকে
[খ] ঝড়ে-ভেজা মেয়ের দিকে
[গ] তালগাছের দিকে
[ঘ] কালো কালো মেঘের দিকে
১৮৯. বিচারে বিধ্বস্ত বুড়ো চিড়া খেয়ে ক'দিনের রোজা ভাঙে?
[ক] এক দিনের
✅ দুই দিনের
[গ] তিন দিনের
[ঘ] চার দিনের
১৯০. বুড়ো কাউকে না বলে কখন বাড়ি থেকে চলে গেল?
[ক] সকালে
✅ সন্ধ্যায়
[গ] রাত্রে
[ঘ] দুপুরে
১৯১. বুড়ো চলে যাওয়ার পর ঘরে বুড়ির অবস্থা কীরূপ হলো?
[ক] চঞ্চল
[খ] অস্থির
✅ স্তব্ধ
[ঘ] নীরব
১৯২. বুড়ি কেমনভাবে আল্লা, আল্লা বলে?
✅ শিশুর মতো
[খ] যুবকের মতো
[গ] কিশোরের মতো
[ঘ] প্রৌঢ়ের মতো
১৯৩. খোদার সৃষ্টির মর্ম সাধারণ মানুষের পক্ষে বোঝা কী?
[ক] অসাধ্য
[খ] সাধ্যাতীত
✅ দুষ্কর
[ঘ] অসম্ভব
১৯৪. যে জিনিস বোঝার জন্য নয়, তার জন্যে কৌতূহল প্রকাশ করা কী?
✅ অর্থহীন
[খ] অর্থপূর্ণ
[গ] ব্যঞ্জনাময়
[ঘ] তাৎপর্যপূর্ণ
১৯৫. যারা বুড়োর ঘর পালানো নিয়ে প্রশ্ন তোলে, তাদের প্রশ্ন কীসের মতো ক্ষীণ?
[ক] অপরাধীর মতো
✅ দ্বিতীয়ার চাঁদের মতো
[গ] দুর্বলের মতো
[ঘ] চৈত্রের নদীর মতো
১৯৬. কোনটি উঠেই ডুবে যায়?
✅ দ্বিতীয়ার চাঁদ
[খ] সূর্য
[গ] তারা
[ঘ] নদীর ঢেউ
১৯৭. জন্ম-মৃত্যু, ফসল হওয়া না হওয়া, খেতে পাওয়া না পাওয়া কীসের দ্বারা নিয়ন্ত্রিত?
✅ স্রষ্টা
[খ] অদৃশ্য শক্তি
[গ] মাজারওয়ালা
[ঘ] গেঁয়ো মোড়ল
১৯৮. মানুষের স্মরণে বহুদিন জাগ্রত হয়ে থাকে কোনটি?
[ক] ভালো কাজ
[খ] অন্যায় কর্ম
✅ অপরাধের ঘটনা
[ঘ] বিচার ব্যবস্থা
১৯৯. এ বিচিত্র দুনিয়ায় প্রচুর কদর কার?
[ক] যারা মাজার বানায়
✅ যারা দশজনের চেয়ে বেশি জানে
[গ] যারা সাধারণের বিচার করে
[ঘ] যারা মিহি মধুর সুরে কুরআন পড়ে
২০০. মাজারের ঘনিষ্ঠতায় যে মানুষ বসবাস করে তার দ্বারাই কাকে ভেদ করা সম্ভব বলে মহব্বতনগরবাসী মনে করে?
✅ মহাসত্যকে
[খ] গূঢ়তত্ত্বকে
[গ] সৃষ্টির মর্মকে
[ঘ] অদৃশ্য শক্তিকে
0 Comments