a। কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি
অ্যাড্রেসের সঙ্গে সরাসরি সংযোগ সাধন সম্ভব?
ক.
মেশিন ভাষা।
খ, হাই লেভেল ভাষা
গ. অ্যাসেম্বলি ভাষা
ঘ, চতুর্থ প্রজন্মের ভাষা।
b। কত সালে যান্ত্রিক ভাষা চালু হয়?
ক. ১৯৩০
খ, ১৯৪০
গ.
১৯৪৫
ঘ, ১৯৬০
c। কম্পিউটারের প্রাণ কোনটি
ক, অপকোড়
খ, নেটওয়ার্ক
গ, প্রোগ্রাম
ঘ, হার্ডওয়্যার
d। সি ভাষার হেডার ফাইল হচ্ছে -
i. প্রোগ্রামের আবশ্যকীয় অংশ
ii. ডেটাটাইপ ধারণকারী ফাইল।
iii. ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইল
নিচের কোনটি সঠিক?
ক.
i
ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
e। হেডার ফাইল হলো-
i. stdio.h
ii. math.h
iii. printf.h
নিচের কোনটি সঠিক?
ক.
i
ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
a) শিহাব ও পবন দুই বন্ধু। শিহাব তার বন্ধুকে বলল, বলত ১০০, ৫৫, ২৩০ এর মধ্যে কোন সংখ্যাটি বড়?
পবন বলল এটাতো খুবই সহজ। বড়
সংখ্যাটি ২৩০। শিহাব বলল কম্পিউটারে প্রোগ্রামিং এর মাধ্যমে দেখাতে পারব? আজকে আমি প্রোগ্রামিং এর মাধ্যমে এটি নির্ণয় করেছি।
ক. হেডার ফাইল কী?
খ. ‘গ্লোবাল
ভেরিয়েবলকে প্রোগ্রামের সকল অংশ জুড়ে ব্যবহার কর সম্ভব’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের সংখ্যাগুলোর মধ্যে বড়
সংখ্যাটি নির্ণয় করার জন্য ফ্লোচার্ট অঙ্কন কর।
ঘ. উদ্দীপকের সংখ্যাগুলো মধ্যে বড়
সংখ্যাটি নির্ণয় করার জন্য ‘সি’ ভাষায় প্রোগ্রাম লিখ।
b) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের A, B ও C
দলে বিভক্ত করা হয়। রোল নম্বর 1
থেকে 30 পর্যন্ত A দলে, 31 থেকে 60 পর্যন্ত
B দলে এবং 61 থেকে 100 পর্যন্ত C দলে অন্তর্ভুক্ত হবে।
ক. অবজেক্ট প্রোগ্রাম কী?
খ. সি একটি কেস সেনসিটিভ ভাষা-বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকে উল্লিখিত দল গঠনের জন্য অ্যালগরিদম লেখ।
ঘ, সি ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্ট
ব্যবহার করে দল গঠনের জন্য একটি প্রোগ্রাম রচনা কর।
c) জাকির সাহেবের তিন ছেলে ডিজিটাল মেলায় যাওয়া
জন্য বায়না ধরল এবং টাকা চাইল। জাকির সাহেব ১ম ছেলেকে x টাকা,
২য় ছেলেকে Y টাকা এবং ৩য় ছেলেকে Z
টাকা দিলেন।
ক. C ভাষায় কী-ওয়ার্ড কী?
খ, “লো-লেভেল ল্যাংগুয়েজের দুর্বলতাই হাই-লেভেল ল্যাংগুয়েজের উৎপত্তির কারণ” – ব্যাখ্যা কর।
গ. জাকির সাহেবের ছেলেদের প্রাপ্ত টাকার গড় C ভাষায় নির্ণয় কর।
ঘ. উদ্দীপকের সমস্যা সহজে বুঝার প্রক্রিয়ার সপক্ষে তোমার মতামত দাও
0 Comments