বিসিএস পরীক্ষার প্রস্তুতি/ বাংলা / পর্ব-১

 ১. মীর মশাররফ হোসেন কোন পত্রিকার সম্পাদক ছিলেন?





ক. আজীজন নেহার খ. কোহিনূর

গ. গ্রামবার্তা প্রকাশিকা ঘ. মোসলেম ভারত

২. ‘পদ্মাবতী’ নাটকটি কার লেখা?

ক. আলাওল খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. দীনবন্ধু মিত্র ঘ. মাইকেল মধুসূদন দত্ত

৩. মীর মশাররফ হোসেন রচিত প্রহসন কোনটি?

ক. গাজী মিয়াঁর বস্তানী

খ. উদাসীন পথিকের মনের কথা

গ. এর উপায় কি? ঘ. অপূর্ব ক্ষমা

৪. ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ক. ফররুখ আহমদ খ. কাজী নজরুল ইসলাম

গ. কায়কোবাদ ঘ. মীর মশাররফ হোসেন

৫. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

ক. তিলোত্তমা সম্ভব খ. পদ্মাবতী

গ. ব্রজাঙ্গনা ঘ. বীরাঙ্গনা কাব্য

৬. ‘সধবার একাদশী’ প্রহসনটি কার লেখা?

ক. দীনবন্ধু মিত্র খ. মীর মশাররফ হোসেন

গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৭. কবি ফররুখ আহমদ কোন গ্রন্থের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?

ক. পাখির বাসা খ. নৌফেল ও হাতেম

গ. হাতেম তায়ী ঘ. মুহূর্তের কবিতা

৮. ‘নীল-দর্পণ’ নাটকটি কার লেখা?

ক. মীর মশাররফ হোসেন খ. দীনবন্ধু মিত্র

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

৯. মুসলিম রেনেসাঁর কবি বলা হয় কাকে?

ক. মীর মশাররফ হোসেন খ. কাজী নজরুল ইসলাম

গ. জসীমউদ্দীন ঘ. ফররুখ আহমদ

১০. ‘নীল-দর্পণ’ নাটকটি প্রথম কোথায় থেকে প্রকাশিত হয়?

ক. মুর্শিদাবাদ খ. কলকাতা

গ. আসাম ঘ. ঢাকা

১১. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?

ক. কল্লোল খ. সওগাত গ. সবুজপত্র ঘ. ক্রান্তি

১২. ‘দ্বাদশ কবিতা’ কাব্যগ্রন্থটি কার লেখা?

ক. কায়কোবাদ খ. ফররুখ আহমদ

গ. দীনবন্ধু মিত্র ঘ. জসীমউদ্দীন

১৩. জসীমউদ্দীনের ‘নিমন্ত্রণ’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?

ক. বালুচর খ. মাটির কান্না

গ. রাখালী ঘ. ধানখেত

১৪. ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনটি কার লেখা?

ক. মীর মশাররফ হোসেন

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. রবীন্দ্রনাথ ঠাকুর ঘ. বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

১৫. কবি জসীমউদ্দীনের শিশুতোষ গ্রন্থ কোনটি?

ক. এক পয়সার বাঁশি খ. হলদে পরীর দেশ

গ. রঙ্গিলা নায়ের মাঝি ঘ. গ্রামের মায়া

১৬. ‘তুর্ক মহিলার ঘোমটা খোলা’ প্রবন্ধটি কার লেখা?

ক. কাজী নজরুল ইসলাম

খ. মাইকেল মধুসূদন দত্ত

গ. মীর মশাররফ হোসেন ঘ. দীনবন্ধু মিত্র

১৭. ‘Thefield of embroideredquilt’ কাব্যটি জসীমউদ্দীনের কোন কাব্যের ইংরেজি অনুবাদ?

ক. মা যে জননী কান্দে খ. মাটির কান্না

গ. সোজন বাদিয়ার ঘাট ঘ. নক্সী কাঁথার মাঠ

১৮. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের উপন্যাস কোনটি?

ক. লালসালু খ. পদ্ম গোখরো

গ. পদ্মরাগ ঘ. নূরজাহান

১৯. ‘ঠাকুর বাড়ির আঙিনায়’ স্মৃতিকথামূলক গ্রন্থটি কার লেখা?

ক. বেগম রোকেয়া খ. জসীমউদ্দীন

গ. কাজী নজরুল ইসলাম ঘ. প্রমথ চৌধুরী

২০. বেগম রোকেয়ার ‘জাগো গো ভগিনী’ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্গত?

ক. মতিচুর খ. সুলতানার স্বপ্ন

গ. অবরোধবাসিনী ঘ. কোনটিই নয়

উত্তর : ১ক ২ঘ ৩গ ৪ক ৫ক ৬ক ৭গ ৮খ ৯ঘ ১০ঘ ১১ক ১২গ ১৩ঘ ১৪খ ১৫ক ১৬ক ১৭ঘ ১৮গ ১৯খ ২০ক।


Post a Comment

0 Comments