ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML(জ্ঞানমূলক প্রশ্নোত্তর)




                 ওয়েব ডিজাইন পরিচিতি ও HTML

জ্ঞানমূলক প্রশ্নাবলীঃ

১।ওয়েবসাইট কী?
 একই ডোমেনের অধীনে বিদ্যমান একাধিক ওয়েব পেইজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। যেমনঃ www.msisciencetech.blogspot.com

২।ওয়েবপেইজ কী?
সার্ভারে রাখা ওয়েব ডকুমেন্ট যাতে বিভিন্ন তথ্যাবলী যেমন- টেক্সট, অডিও, ভিডিও অ্যানিমেশন ইত্যাদি থাকে এবং ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যাবহার করা যায় তাকে ওয়েবপেইজ বলে

৩।ডোমেইন নেইম কী?
ওয়েবসাইটের ঠিকানা কে ডোমেইন নেইম বলে যেমনঃ www.msisciencetech.blogspot.com

৪।ব্রাউজিং সফটওয়্যার/ওয়েব-ব্রাউজার কী?
যে প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে ব্যাবহারকারী যে কোন ওয়েব পেইজ , www কিংবা LAN-এ রাখা কোন সাইটের - টেক্সট, অডিও, ভিডিও ,অ্যানিমেশন ইত্যাদি দেখতে ও ডাউনলোড করতে পারে তাকে ব্রাউজিং সফটওয়্যার/ওয়েব-ব্রাউজার বলে যেমনঃ Mozilla Firefox, Internet Explorer, Google Crome, Opera ,Safari ইত্যাদি

HTML কী?
এর পূর্ণরূপ Hyper Text Markup Language.  এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়,মার্কআপ ল্যাংগুয়েজ। স্ট্যাটিক ওয়েব পেইজ বানানোর জন্য  এই ল্যাংগুয়েজটি প্রয়োজন সাধারণত বিভিন্ন ট্যাগ নিয়ে গঠিত।

WEB PORTAL কী?
 ওয়েবপেইজের যেখানে অনেকগুলো উৎস থেকে সংগ্রহীত বিভিন্ন ওয়েব সাইট কিংবা পেইজের লিংকগুলো সাজানো থাকে তাকে WEB PORTAL বলে।
যেমনঃ www.bangladesh.gov.bd


।।ওয়েবব্রাউজিং  কী?
  ব্রাউজিং সফটওয়্যার/ওয়েব-ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটগুলো ঘুরে দেখাকে ওয়েবব্রাউজিং বলে

কনটেইনার ট্যাগ, এম্পটি ট্যাগ, মেটা ট্যাগ  কী?
 যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুরু ও শেষ ট্যাগ চিহ্ন ব্যাবহার করা হয় তাকে কনটেইনার ট্যাগ বলে  
যেমনঃ <Body>  </body>
এম্পটি ট্যাগঃ যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুধু একবার  ব্যাবহার করা হয় তাকে কনটেইনার ট্যাগ বলে  যেমনঃ </br>
মেটা ট্যাগ ঃ ডকুমেন্ট সম্পর্কিত তথ্য যুক্ত করার জন্য যে ট্যাগ ব্যাবহার করা হয় তাকে মেটা ট্যাগ বলে 

৯। স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েব পেইজ কী?
স্ট্যাটিক ওয়েব পেইজঃ  ইন্টারনেট ব্রাউজিংয়ের  সময় কিংবা রান টাইমে পেইজের তথ্যসমূহ পরিবর্তন হয়না তাকে স্ট্যাটিক ওয়েব পেইজ বলে। যেমনঃ www.msisciencetech.blogspot.com
ডাইনামিক ওয়েব পেইজঃ  ইন্টারনেট ব্রাউজিংয়ের  সময় কিংবা রান টাইমে যদি পেইজের তথ্যসমূহ পরিবর্তন হয় তাকে স্ট্যাটিক ওয়েব পেইজ বলে। যেমনঃ crickbuzz

১০। HTTP কী?
এর পূর্ণরূপ  Hyper Text Transfer Protocol.
TCP/IP এর মাধ্যমে যে প্রটোকল সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে HTTP বলে

১১ HTML HEADING কী?
HTML-এর মাধ্যমে কোন ডকুমেন্ট বা প্যারাগ্রাফের শিরোনাম লেখার জন্য হেডিং ট্যাগ ব্যবহার হয় HTML HEADING  ছয়টি যেমনঃ <h1>--------</h6>

১২ HYPERLINK কী?
বিভিন্ন ধরণের তথ্যাবলীর ভিতর ভার্চুয়াল লিংক স্থাপন করাকে হাইপারলিংক বলে

১৩ NOTE-PAD কী?
HTML লেখার জন্য যে মিড়িয়া ব্যাবহার করা হয় তাকে NOTE-PAD বলে।

১৪আইপি অ্যাড্রেস কি?
এর পূর্ণরূপ Internet Protocol.নেটওয়ার্কের প্রতিটি কম্পিউটারের জন্য একটি নির্দিষ্ট সনাক্তকারী নাম্বার থাকে , তাকে আইপি অ্যাড্রেস বলেযেমনঃ 172.16.254.1

১৫ ওয়েব ডিজাইন কী?
ওয়েব পেইজ নির্মাণের কলা-কৌশলকে ওয়েব ডিজাইন বলে

১৬ট্যাগ কী?
< > </ > এবং এর মধ্যে লিখা কি ওয়ার্ডকে একত্রে ট্যাগ বলে

১৭Elements কী?
শুরু এবং শেষ ট্যাগ চিহ্নের মধ্যে বিদ্যমান তথ্যাবলীকে Elements বলে



১৮Attribute কী?
HTML এ যে উপাদান রয়েছে  তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যাবহার করা হয় তাকে Attribute বলে
যেমনঃ <font size=”7”>Banglaesh</font>
এখানে size=”7” হচ্ছে Attribute

১৯Font Family কী?
একাধিক ফন্টকে যদি একই নামের ভিন্নতর সংস্করণ হিসেবে ব্যাবহার করা হয় ,তখন তাকে ফন্ট ফ্যামিলি বলে যেমনঃ “Arial” একটি ফন্ট যার বিভিন্ন সংস্করণ হল Arail Black, Arial Narrow, Arial Unicode ইত্যাদি

২০ Hosting  কী?
Hosting Provider থেকে নির্দিষ্ট ফি এর বিনিময়ে ওয়েবপেইজ সমূহকে জমা রাখাকে  Hosting   বলে

২১WWW কী?
এর পূর্ণরূপ World Wide Web HTTP আবিষ্কারের পর কম্পিউটারের সমস্ত সুবিধাকে ইন্টানেটের মাধ্যমে ছডিয়ে দেওয়ার জন্য টিম বার্নাস লী WWW তৈরি করেন

২২CERN কী?
The acronym CERN originally represented the French words for Conseil Européen pour la Recherche Nucléaire (European Council for Nuclear Research)

২৩ফ্রেম সেট কী?
প্রতিটি এইচটিএমএল ডকুমেন্টকে নকশা বা ফ্রেম বলা হয় ফ্রেম ব্যবহার করে একই ব্রাউজার উইন্ডোতে একাধিক এইচটিএমএল ডকুমেন্ট প্রদর্শন করা যায়
<frameset > ট্যাগ ব্যবহার করেই  এটি করা হয় আর এই ট্যাগকে ফ্রেমসেট বলা হয়

২৪Website-এর কাঠামো কী?
যে অবকাঠামোতে ওয়েবসাইটের সব তথ্য উপস্থাপন করা হয় তাকে তাকে Website-এর কাঠামো বলে।

২৫WWW-এর জনক কে?
টিম বার্নাস লী



২৬Slicing কী?
ওয়েবে ইন্টারপেজ তৈরির আগে কাগজে কলমে যে একটি খসড়া ডিজাইন করার সময় পেইজকে একাধিক রো এবং কলামে ভাগ করা হয় এটিকে Slicing বলে।

২৭DNS কী?
এর পূর্ণরূপ হলো Domain Name Server যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রন করা হয় তাকে DNS বলে

২৮Domain Registration কী?
টপ লেবেল কোম্পানী থেকে Domain Name ক্রয় করাকে Domain Registration বলে

২৯URL কী?
URL-এর পূর্ণরূপ  Uniform Resource Locator. ওয়েব সাইটের ঠিকানাকে URL বলে যেমনঃ www.msisciencetech.blogspot.com.

৩০ HTML VALIDATOR কী?
বিভিন্ন উৎস থেকে সংগ্রহীত তথ্যের সিনট্যাক্স-এর ভুল সনাক্ত করে তাকে HTML VALIDATOR বলে।

৩১Search Engine কী?
যে টুলস-এর মাধ্যমে ইন্টারনেটে বিস্তৃত যে কোন তথ্য খুঁজে বের করা যায় তাকে Search Engine বলে যেমনঃ Google, Yahoo etc.

৩২.com,.edu, .org কী?
এগুলো হচ্ছে টপ লেবেল ডোমেইন

৩৩HTML Syntax কী?
HTML ভাষায় প্রোগ্রাম রচনার ক্ষেত্রে ব্যবহৃত  কী ওয়ার্ডগুলো লেখার কিছু নিয়মনীতি আছে, যা মেনে প্রোগ্রাম রচনা করতে হয়এইসব নিয়মকানুন কে HTML Syntax বলে

৩৪হোম পেইজ কী?
ইন্টারনেট ব্রাউজিং-এর সময় ওয়েবসাইটের যে পেইজটি প্রথম প্রদর্শিত হয় তাকে হোম পেইজ  বলে

৩৫ রিমোট  ও লোকাল ওয়েব পেইজ  কী?
রিমোট  ওয়েব পেইজ  ঃ দূরবর্তী কোন স্থানে সংরক্ষিত ও ডিজাইনকৃত ওয়েব পেইজগুলোকে রিমোট  ওয়েব পেইজ বলে 
লোকাল ওয়েব পেইজ  ঃ স্থানীয়ভাবে সংরক্ষিত ও ডিজাইনকৃত ওয়েব পেইজগুলোকে লোকাল ওয়েব পেইজ বলে
৩৬ওয়েব সার্ভার কী?
ওয়েবসাইটের পেইজসমূহ যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে
৩৭WYSIWYG কী?
WYSIWYG- এর পূর্ণরূপ  What-You-See-Is-What-You-Get এটা এমন একটি প্রোগ্রাম যা দিয়ে খুব সহজে ওয়েব সাইটের ডিজাইন করা যায়
৩৮TDL কী?
এর পূর্ণরূপ TOP LEVEL DOMAIN. যেমনঃ .com, .org, .edu etc.

৩৯ওয়েব পোর্টাল কী?
ওয়েব পেইজের যেখানে অনেকগুলো উৎস থেকে সংগ্রহ করা বিভিন্ন তথ্য এবং গুরুত্বপূর্ণ লিঙ্ক সাজানো থাকে তাকে ওয়েব পোর্টাল বলে

৪০ FTP কী?
এর পূর্ণরূপ File Transfer Protocol. ইন্টারনেট ব্যাবহার করে ফাইল আদান-প্রদান করার জন্য যে প্রোটকল ব্যাবহার করা হয় তাকে  FTP বলে

৪১<body> tag কী?   
<body>…… </body>  ট্যাগের মধ্যে ডকুমেন্ট বিষয়বস্তু দৃশ্যমান বা প্রদর্শনের উপযোগী করে ধারণ করে এবং এই অংশে টেক্সট ফরম্যাটিং সহ বিভিন্ন ডকুমেন্ট-এর মধ্যে হাইপারলিঙ্ক স্থাপনের কাজটি করা হয়

৪২ ডেফিনেশন লিস্ট কী?
ডেফিনেশন লিস্ট হচ্ছে HTML-এ ব্যাবহৃত এক বিশেষ ধরণের লিস্ট যা গ্লোসারী লিস্ট নামেও পরিচিত  

৪৩ ICANN =এর পূর্ণরূপ কী?
ICANN =এর পূর্ণরূপ  Internet Corporation for Assigned Names and Numbers.

৪৪ওয়েবসাইট পাবলিশিং কী?
ওয়েব সাইটের পেইজ সমূহকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছডিয়ে দেওয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে।

৪৫ইনলাইন ইমেজ কী?
ইনলাইন ইমেজ হচ্ছে সেই ইমেজ যা ব্রাউজারের ওয়েব পেইজ লোডের সময় লোড হয় এবং সরাসরি ওয়েব পেইজে প্রদর্শিত হয়, তাকে ইনলাইন ইমেজ বলা হয়

৪৬HTML FORM কী?
HTML FORM হলো এমন একটি অঞ্চল যা কোন ফর্মের উপাদান গুলো ধারণ করে

৪৭ক্লায়েন্ট সার্ভার কী?
সেন্ট্রালি উপাত্ত সংরক্ষণ , সিকিউরিটি নিশ্চিত করা, বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো জন্য যে নেটওয়ার্ক ব্যাবহার করা হয়, তাকে ক্লায়েন্ট সার্ভার বলে


৪৮রিলেটিভ পাথ কী?
যে পাথে এর সাধারণ অংশগুলো থাকে এবং এর বাকি অংশ গুলো ব্রাউজার অটোমেটেকভাবে চিহ্নিত করে নেয় তাকে রিলেটিভ পাথ বলে

৪৯।লিনিয়ার কাঠামো কি?
যে ওয়েবসাইটের পেইজগুলো একটি নির্দিষ্ট অনুক্রমে  সাজানো থাকে এবং কোন পেইজের পর কোন পেইজ আসবে তা নির্দেশিত থাকে তাকে লিনিয়ার কাঠামো বলে

৫০নেটওয়ার্ক কাঠামো কী?
বিভিন্ন ওয়েব সার্ভারে রাখা ওয়েবসাইটের মধ্যে নেটওয়ার্কিং-এর  মাধ্যমে ওয়েবসাইটের যে লিংক দেওয়া তৈরি করা হয় তাকে নেটওয়ার্ক কাঠামো  বলে

         

Post a Comment

0 Comments