Web Design and HTML Short Question







জ্ঞানমূলক প্রশ্নাবলীঃ


১।ওয়েবসাইট কী?

উত্তরঃ একই ডোমেনের অধীনে বিদ্যমান একাধিক ওয়েব পেইজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। যেমনঃ https://smartlearningapproach.com/

২।ওয়েবপেইজ কী?

উত্তরঃ সার্ভারে রাখা ওয়েব ডকুমেন্ট যাতে বিভিন্ন তথ্যাবলী যেমন- টেক্সট, অডিও, ভিডিও ,অ্যানিমেশন ইত্যাদি থাকে এবং ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে ব্যাবহার করা যায় তাকে ওয়েবপেইজ বলে।

৩।ডোমেইন নেইম কী?

উত্তরঃ ওয়েবসাইটের ঠিকানা কে ডোমেইন নেইম বলে। যেমনঃ https://smartlearningapproach.com/

৪।ব্রাউজিং সফটওয়্যার/ওয়েব-ব্রাউজার কী?  

যে প্রোগ্রাম বা সফটওয়্যারের মাধ্যমে ব্যাবহারকারী যে কোন ওয়েব পেইজ , www কিংবা LAN-এ রাখা কোন সাইটের - টেক্সট, অডিও, ভিডিও ,অ্যানিমেশন ইত্যাদি দেখতে ও ডাউনলোড করতে পারে তাকে ব্রাউজিং সফটওয়্যার/ওয়েব-ব্রাউজার বলে। যেমনঃ Mozilla Firefox, Internet Explorer, Google Crome, Opera ,Safari ইত্যাদি।

৫। HTML কী?

এর পূর্ণরূপ Hyper Text Markup Language.  এটা কোন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়,মার্কআপ ল্যাংগুয়েজ। স্ট্যাটিক ওয়েব পেইজ বানানোর জন্য  এই ল্যাংগুয়েজটি প্রয়োজন ।সাধারণত বিভিন্ন ট্যাগ নিয়ে গঠিত।

৬।WEB PORTAL কী?

 ওয়েবপেইজের যেখানে অনেকগুলো উৎস থেকে সংগ্রহীত বিভিন্ন ওয়েব সাইট কিংবা পেইজের লিংকগুলো সাজানো থাকে তাকে WEB PORTAL বলে।
যেমনঃ www.bangladesh.gov.bd

৭।।ওয়েবব্রাউজিং  কী?

  ব্রাউজিং সফটওয়্যার/ওয়েব-ব্রাউজারের মাধ্যমে ওয়েবসাইটগুলো ঘুরে দেখাকে ওয়েবব্রাউজিং বলে ।
৮।কনটেইনার ট্যাগ, এম্পটি ট্যাগ, মেটা ট্যাগ  কী?

 যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুরু ও শেষ ট্যাগ চিহ্ন ব্যাবহার করা হয় তাকে কনটেইনার ট্যাগ বলে।  
যেমনঃ <Body>  </body>
এম্পটি ট্যাগঃ যে ট্যাগ ডকুমেন্ট নির্দেশনায় শুধু একবার  ব্যাবহার করা হয় তাকে কনটেইনার ট্যাগ বলে।  যেমনঃ </br>
মেটা ট্যাগ ঃ ডকুমেন্ট সম্পর্কিত তথ্য যুক্ত করার জন্য যে ট্যাগ ব্যাবহার করা হয় তাকে মেটা ট্যাগ বলে।  

৯। স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েব পেইজ কী?

স্ট্যাটিক ওয়েব পেইজঃ  ইন্টারনেট ব্রাউজিংয়ের  সময় কিংবা রান টাইমে পেইজের তথ্যসমূহ পরিবর্তন হয়না তাকে স্ট্যাটিক ওয়েব পেইজ বলে। যেমনঃ https://smartlearningapproach.com/

ডাইনামিক ওয়েব পেইজঃ  ইন্টারনেট ব্রাউজিংয়ের  সময় কিংবা রান টাইমে যদি পেইজের তথ্যসমূহ পরিবর্তন হয় তাকে স্ট্যাটিক ওয়েব পেইজ বলে। যেমনঃ crickbuzz

১০। HTTP কী?

এর পূর্ণরূপ  HyperText Transfer Protocol.
TCP/IP এর মাধ্যমে যে প্রটোকল সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে HTTP বলে।



Post a Comment

0 Comments