রুই মাছ সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক নয়?
(ক) পুরুষ রুইয়ের শুক্রাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোরকিয়াম পর্দা দিয়ে দেহপ্রাচীরে ঝুলানো থাকে।
(খ) স্ত্রী রুইয়ের ডিম্বাশয় পেরিটোনিয়ামের ভাঁজ মেসোভেরিয়াম দিয়ে দেহপ্রাচীরে ঝুলানো থাকে।
(গ) রুই মাছের ডিমে প্রচুর কুসুম থাকে
(ঘ) রুই মাছের জনন অঙ্গ সারা বছর পূর্ণ বিকশিত থাকে। উত্তর: (ঘ)
@@@ রুই মাছ কত বছর বয়সে জননক্ষম হয়ে ওঠে?
(ক) ১ বছর (খ) ২ বছর (গ) ৩ বছর (ঘ) ৪ বছর উত্তর: (খ)
ব্যাখ্যা: রুই মাছ দুবছর বয়সে জননক্ষম হয়ে ওঠে। স্রোতযুক্ত নদীর পানিতে জনন ঘটে, বদ্ধ পানিতে নয়। বাংলাদেশে আগে ৩ বছর বয়সে জননক্ষম হতো। কিন্তু অন্তঃপ্রজননের কারণে এখন রুই মাছে এক বছর বয়সেই জনন ঘটে।
@@@ রুই মাছ প্রজননের জন্য তৈরি হয় কখন?
(ক) জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের দিকে (খ) মার্চ-এপ্রিল মাসের দিকে
(গ) জুন-জুলাই মাসের দিকে (ঘ) নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে উত্তর: (গ)
@@@ সাধারণত স্ত্রী মাছ ৫১-৭০ সেমি এবং পুরুষ মাছ .................. লম্বা হলে প্রজননের জন্য তৈরি হয়।
(ক) ৫০ সেমি. (খ) ৫৫ সেমি. (গ) ৬৫ সেমি. (ঘ) ১০০ সেমি. উত্তর: (গ)
@@@ প্রতি কেজি দেহ ওজনের জন্য রুই মাছ ডিম উৎপাদন করে থাকে-
(ক) এক লক্ষ হতে চার লক্ষ (খ) তিন লক্ষ হতে ছয় লক্ষ
(গ) দশ লক্ষ হতে বার লক্ষ (ঘ) এক কোটি হতে চার কোটি উত্তর: (ক)
@@@ রুই মাছে কোন ধরনের নিষেক সম্পন্ন হয়?
(ক) অন্তঃনিষেক (খ) বহিঃনিষেক (গ) ক ও খ (ঘ) ক অথবা খ উত্তর: (খ)
ব্যাখ্যা: রুই মাছের নিষেক দেহের বাইরে নদীর পানিতে সম্পন্ন হয় বলে একে বহিঃনিষেক বলে।
@@@ রুই মাছের ডিম নিষিক্ত হওয়ার কত মিনিট পর বিভাজন শুরু হয়?
(ক) ২০-২৫ মিনিট (খ) ৩০-৪৫ মিনিট (গ) ৪০-৫০ মিনিট (ঘ) ৫০-৬০ মিনিটি উত্তর: (খ)
ব্যাখ্যা: ডিম নিষিক্ত হওয়ার ৩০-৪৫ মিনিট পর বিভাজন বা ক্লিভেজ শুরু হয়।
@@@ রুই মাছের ডিমে কোন ধরনের ক্লিভেজ দেখা যায়?
(ক) সম হলোব্লাস্টিক (খ) অসম হলোব্লাস্টিক (গ) মেরোব্লাস্টিক (ঘ) ক, খ অথবা গ উত্তর: (গ)
@@@ নিষিক্ত হওয়ার কত ঘন্টা পর রুই মাছের ডিম থেকে রেণু পোনা বেড়িয়ে আসে?
(ক) ১০-১২ ঘন্টা (খ) ১২-১৫ ঘন্টা (গ) ১৫-১৮ ঘন্টা (ঘ) ২০-২৪ ঘন্টা উত্তর: (গ)
৬২। নিষেকের কত ঘন্টা পর রুই মাছের লার্ভা দশার সমাপ্তি ঘটে?
(ক) ২৪ ঘন্টা (খ) ৩৬ ঘন্টা (গ) ৪৮ ঘন্টা (ঘ) ৭২ ঘন্টা উত্তর: (ঘ)
ব্যাখ্যা: ৭২ ঘন্টা পর লার্ভার বায়ু থলি ডিম্বাকার ধারণ করে এবং বক্ষীয়-পাখনা স্পষ্ট হতে শুরু করে। পিঠের দুপাশ উজ্জ্বল হলুদ রঙ ধারণ করে, কুসুম থলি বিলীন হয়ে যায় এবং লার্ভা দশার সমাপ্তি ঘটে। তাপমাত্রার কারণে এ সময়ের কম-বেশি হতে পারে।
৬৩। নিষেকের কত ঘন্টা পর রুই মাছের পোনা আঙ্গুলিপোনা হিসেবে পরিচিত হয়?
(ক) ৪৮ ঘন্টা (খ) ৬০ ঘন্টা (গ) ৭২ ঘন্টা (ঘ) ৯৬ ঘন্টা উত্তর: (ঘ)
ব্যাখ্যা: ৯৬ ঘন্টা পর লার্ভার মুখ স্পষ্ট হয়ে খাদ্য গ্রহণ শুরু করে। কুসুম থলি প্রায় মিলিয়ে যায় এবং এটি ধানীপোনা বা আঙ্গুলিপোনা হিসেবে পরিচিত হয়।
0 Comments