ব্যবসায় পরিচিতিঃ ব্যবসায় পরিচিতি শর্ট প্রশ্ন / নবম-দশম শ্রেণী
১. ব্যবসায়ের উৎপত্তির মূল কারণ- মানুষের অভাববোধ।
২. অভাব পূরণের লক্ষ্যে মানুষ জড়িত হয়- অর্থনৈতিক কাজে।
৩. অর্থনৈতিক কাজ বলা হয়- উপার্জন করার জন্য।
৪. ব্যবসায়ের প্রধান লক্ষ্য- মুনাফা অর্জন।
৫. অর্থনৈতিক কাজ হতে হবে- দেশের আইনে বৈধ।
৬. ব্যবসায়ের পণ্য বা সেবার থাকতে হবে- আর্থিক মূল্য।
৭. ব্যবসায়ে সর্বদা বিদ্যমান থাকে- ঝুঁকি।
৮. ব্যবসায়ী অর্থ বিনিয়োগ করে- মুনাফা অর্জনের আশায়।
৯. মুনাফার পাশাপাশি ব্যবসায়ে থাকে- সেবার মনোভাব।
১০. ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা- গুরুত্বপূর্ণ।
১১. মানুষের চাহিদার কারণে বাড়তে থাকে- অর্থনৈতিক কাজ।
১২. ব্যবসায়ের ক্রমবিকাশকে ভাগ করা যায়- তিন ভাগে।
১৩. দ্রব্য বিনিময় করে প্রয়োজন মেটাতে হতো- প্রাচীন যুগে।
১৪. বাজার ও শহর সৃষ্টি হয়- মধ্য যুগে।
১৫. বিনিময়ের মাধ্যম হিসাবে ধাতব মুদ্রার প্রচলন হয়- মধ্য যুগে।
১৬. কাগজি মুদ্রার প্রচলনের সময়কাল- মধ্য যুগ।
১৭. ব্যবসায় সংগঠনের উদ্ভব হয়- মধ্য যুগে।
১৮. শিল্পবিপ্লবের সময়কাল- আধুনিক যুগ।
১৯. তথ্যপ্রযুক্তির উন্নয়ন হয়- আধুনিক যুগে।
২০. বৃহদায়তন উৎপাদন ও বণ্টনের প্রচলন হয়- আধুনিক যুগে।
২১. পণ্য দ্রব্য ও সেবাকর্ম উৎপাদন, বিনিময় ও এর সহায়ক কাজের সমষ্টি হলো- ব্যবসায়।
২২. আধুনিক ব্যবসায়কে ভাগ করা হয়- তিন ভাগে।
২৩. পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত থাকে- শিল্প।
২৪. উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টির কাজে ব্যবহৃত হয়- প্রজনন শিল্পে।
২৫. ভূগর্ভ, পানি বা বায়ু থেকে প্রাকৃতিক সম্পদ আহরণ হলো- নিষ্কাশন শিল্প।
২৬. ব্যবসায়ের পণ্য সামগ্রী বণ্টনকারী শাখা হলো বাণিজ্য।
২৭. ব্যবসায়ের স্থানগত বাধা দূর করে- পরিবহণ।
২৮. ব্যবসায়ের ঝুঁকিগত বাধা দূর করে- বিমা।
২৯. ব্যবসায় টু ব্যবসায় বলা হয়- বাণিজ্যকে।
৩০. অর্থের বিনিময়ে সেবাকর্মকে বলে- প্রত্যক্ষ সেবা।
৩১. ব্যবসায়ের ক্রমবিকাশের ধারা হলো- প্রাচীন, মধ্য ও আধুনিক।
0 Comments