মিথােজীবিতা (Symbiosis)
দুটো ভিন্ন প্রজাতির জীব ঘনিষ্ঠভাবে সহ অবস্থান করেপরস্পরের উপকার সাধন করলে, উক্ত জীব দুটোকে পরস্পরের মিথােজীবী (Symbiont) বলে।
এই ধরনের সহঅবস্থানকে মিথােজীবিতা বলে।[মিথােজীবিতা দুটো উদ্ভিদ বা দুটো প্রাণী বা একটা উদ্ভিদ ও একটা প্রাণীর মধ্যে হতে পারে)]
হাইড্রার মিথােজীবিতা
সবুজ হাইড্রা Chlorolydra viridissima ( ক্লোরােহাইড্রা ভিরিডিসিমা) এবং এককোষী সবুজ শৈবাল Zoochlorella (জুওক্লোরেলা) এর মধ্যে মিথােজীবিতা উল্লেখযােগ্য।
মিথােজীবিতার ফলে সবুজ হাইড্রা ও জুওক্লোরেলা পরস্পরের কাছ থাকে উপকার প্রাপ্ত হয়। যথা :
শৈবালের প্রান্ত উপকার
(১) শৈবাল হাইড্রার দেহের এন্ডোডার্মে বাস করে নিরাপদ আশ্রয় লাভ করে।
(২) হাইড্রার শ্বসন ও বিপাকের ফলে উৎপন্ন পানি ও কার্বন-ডাই-অক্সাইড শৈবাল ব্যবহার করে তার দেহে ক্লোরােফিল ও সূর্যালােকের সাহায্যে সালােক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজে ব্যবহারের জন্য শর্করা উৎপন্ন করে।
(৩) হাইড্রা কর্তৃক উপজাত দ্রব্য হিসাবে সৃষ্ট নাইট্রোজেনযুক্ত বর্জ্য পদার্থ ব্যবহার করে শৈবাল আমিষ জাতীয় খাদ্য প্রস্তুত করে।
হাইড্রার প্রান্ত উপকার
(১) সালােক সংশ্লেষণ প্রক্রিয়ায় জুওক্লোরেলা যে খাদ্য প্রস্তুত করে, তারঅতিরিক্ত অংশ হাইড্রা গ্রহণ করে।
(২) অনেক সময় হাইড্রা মৃত শৈবালও খাদ্য হিসাবে গ্রহণ করে।
(৩) সালােক সংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে O2 নির্গত করে হাইড্রা তা শ্বসনের জন্য ব্যবহার করে।
(৪) হাইড্রার বিপাকে সৃষ্ট নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ শৈবাল গ্রহণ করে।
(৫) হাইড্রার বিপাকে সৃষ্ট নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ শৈবাল গ্রহণ করে হাইড্রাকে বর্জ্যমুক্ত করে।
সুতরাং সবুজ হাইড্রা এবং জুওক্লোরেলা একে অপরের সহায়তায় বেঁচে থাকে। এভাবে পরস্পর পরস্পরের উপকার সাধন করে।
কাজেই জুওক্লোরেলা এবং সবুজ হাইড্রা পরস্পরের মিথােজীব এবং এদের এই সহঅবস্থানই মিথােজীবিতা।
মিথােজীবী হাইড্রা এবং জুওক্লোরেলার(শৈবাল) পারস্পরিক উপকার সাধনের বিবরণ:
হাইড্রা কিভাবে উপকৃত হয়–
খাদ্যঃ সালোকসংশ্লেষণে শৈবালের উৎপাদিত শর্করা জাতীয় খাদ্যের উদবৃত অংশ হাইড্রা খাদ্য হিসেবে গ্রহন করে ।হাইড্রা মৃত শৈবাল কেও খাদ্য হিসেবে গ্রহন করে।
শ্বসনঃ শৈবালের সালোকসংশ্লেষণে সৃষ্ট অক্সিজেন হাইড্রার শ্বসনে ব্যবহিত হয় ।কার্বন শোষণঃ হাইড্রার শ্বসনে সৃষ্ঠ কার্বন ডাইঅক্সাইড শৈবাল গ্রহন করে হাইড্রাকে ঝামেলা মুক্ত করে ।
শৈবাল কিভাবে উপকৃত হয়–
আশ্রয়ঃ শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল পেশি-আবরনী কোষে নিরাপদ আশ্রয় ও সুরক্ষা লাভ করে ।
সালোকসংশ্লেষণঃ হাইড্রার শ্বসনে সৃষ্ট পানি ও কার্বন ডাইঅক্সাইড কে শৈবাল সালোকসংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে।
খাদ্যেৎপাদনঃ হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনঘটিত বর্জ্য পদার্থকে শৈবাল আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করে।
0 Comments